মানুষ অদ্ভুত জীব। আলাদাও বটে। আবার প্রত্যেকটা মানুষ অদ্ভুত ভাবেও আলাদা। আমিও তার ব্যতিক্রম না। চেষ্টা কইরাও হইতে পারি নাই। হোটেলের বারান্দায় দাঁড়াইয়া পাহাড় দেখবো আর অবাক হইয়া বাহ বাহ করবো, এমন জিনিস কোনদিন আমার মাথায় আসে নাই। তাই অন্য সব জায়গায় যাওয়ার আগে থাকার ভাল জায়গা খুঁজলেও, পাহাড়ে যাওয়ার সময় আমি এইসব খোঁজ-খবর কখনো করি নাই। পাহাড়ে গেলে মাটিতে ঘুমাবো। কোন এক টিলায় উইঠা বইসা পাহাড় দেখবো, এটার জন্যই পাহাড়ে যাই। এইভাবে পাহাড় দেখার আনন্দ এই দুনিয়ার কোন হোটেল, রিসোর্ট অথবা গেস্টহাউজ দিতে পারবে না।